সমাজের আলো :  খাস জমি আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৮ কর্মচারিসহ ১১ জনের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। রবিবার খুলনা বিভাগীয় স্পশাল জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় প্রদান করেন। এ সময় কাঠগোড়ায় ১০ জন আসামী উপস্থিত ছিলেন।

স্পেশাল ২৮/১৭ মামলায় সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি শাখার উচ্চমান সহকারি ও রেকর্ডকিপার পুতুল রানী বৈরাগী, রেকর্ড রুমের অফিস সহকারি শ্যামল কুমার আচার্য, একই শাখার সার্টিফিকেট অফিসার মোঃ সামছুজ্জামান, মুদ্রাক্ষরিক বেগম জেনমনি নাহার, অফিস সহকারি আফছারউদ্দিন, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লক্ষীখোলা গ্রামের আব্দুল মজিদ সরদার(পলাতক), ওয়াজেদ সরদার ও মোহাম্মদ আলী সরদার।

খুলনা দুদকের পিপি অ্যাড. লুৎফুল কবীর নওরোজ জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় নামপত্তনের অভিযোগে ২০১৭ সালে দুটি মামলায় ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ১০৯,৪০৯ ও ১৯৪৭ সালের দুর্র্ণীতি দমন আইনের
৫(২) ধারায় মামলা করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক মোস্তফা আব্দুল হালিম। পরে দুদকের খুলনা সমন্বন্বিত কার্যালয়ের উপসহকারি পরিচালক এবিএম আব্দুৃস সবুর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খুলনা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান, সাজাপ্রাপ্ত ১০ জন আসামীকে রবিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.