সমাজের আলো : চলতি বছরের ১৪ ফেব্রয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নং সংরক্ষিত এলাকায় নির্বাচনে কারচুপি অনিয়ম দুর্নীতি ও ইভিএম মেশিনের এসডি কার্ডের মাধ্যমে ভোট জালিয়াতিপূর্বক চশমা প্রতিকের প্রার্থী জ্যোৎন্সা আরাকে পরাজিত করার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল সাতক্ষীরাতে এ মামলা দায়ের করেন পরাজিত প্রার্থী জ্যোৎন্সা আরা। মামলায় উক্ত সংরক্ষিত এলাকায় নির্বাচিত জবা ফুলের প্রার্থী নুর জাহান বেগমকে ১নং বিবাদী করে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন সংশ্লিষ্ট ৩১জনকে পর্যায়ক্রমে বিবাদী করা হয়েছে। ইতোমধ্যে মামলার দুটি ধার্যদিন অতিবাহিত হওয়ার পর ১নং বিবাদী সম্প্রতি আদালতের নোটিশ পেয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নির্ধারিত ভোটের দিনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ করেই গণনা শুরু করেন। এসময় নির্বাচনী বিধি অনুযায়ী বাদিনীর (প্রার্থীর) পোলিং এজেন্ট ও প্রতিনিধিদেরকে বুথ ও কেন্দ্র থেকে বের করে দিয়ে একটি ফরমেটে স্বাক্ষর করিয়ে নেয় এবং তাদের অনুপস্থিতিতে ভোটের ফলাফল ভিন্নখাতে প্রবাহিত করে। বুথ ভিত্তিক গ্রহণকৃত ভোট এসডি কার্ডে সংরক্ষিত ছিল তা প্রিজাইডিং অফিসারের রুমে রক্ষিত কন্ট্রোল ইভিএম মেশিনে কপি পেস্ট না করেই ৮ থেকে ১৫ নং বিবাদীগণ পূর্ব থেকে তৈরিকৃত ফলাফল সম্বলিত অন্য একটি এসডি কার্ডের মাধ্যমে প্রিন্ট করে ফলাফল ঘোষণা দেয়া হয়। সঠিকভাবে গণনা করলে বাদীনি বিপুল ভোটে বিজয়ী হতেন বলে দাবী করা হয়েছে। ১৬ থেকে ৩১ নং বিবাদীগণকে বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি।ফলে ১৪ ফেব্রয়ারি ২০২১ সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নং সংরক্ষিত এলাকার বিজয়ী জবা ফুল প্রতিকের নির্বাচিত জনপ্রতিনিধি নুর জাহান বেগমকে ঘোষণা বাতিলপূর্বক ১৬টি কেন্দ্রের ৯৩টি বুথের ভোট পূনরায় গণনা বা পূন:নির্বাচন দাবী করেছেন বাদিনী।




Leave a Reply

Your email address will not be published.