আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে জাঁকজমকপূর্ণ পরিবেশ সাংবাদিকদের উপস্থিতিতে সুন্দরবন উপকূলবর্তী টাইগার পয়েন্টে কেক কেটে এড. আবুল কালাম আজাদ এর জন্মদিন পালিত হয়। সাতক্ষীরা’র এই সিনিয়র সাংবাদিক এড. আবুল কালাম আজাদ, ১৯৬৭ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার দিকপাল এড.আবুল কালাম আজাদ সাতক্ষীরার বিভিন্ন আন্দোলন সংগ্রামে অপরিসীম ভূমিকা রেখে চলেছেন। এড.আবুল কালাম আজাদ ৮০ দশকের শুরু থেকে অদ্যাবধি সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব আন্দোলন সংগ্রামে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে জনগণকে মুক্তির মিছিলে সংগঠিত করেছেন। বাংলাদেশ ছাত্রমৈত্রীর মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণমুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন করেছেন গণতন্ত্রের মুক্তির জন্য স্বৈরশাসনের বিরুদ্ধে। তিনি সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে আজও আপোষহীন নেতৃত্ব দিয়ে লক্ষ লক্ষ মানুষের মাঝে আশার আলো জ্বালিয়ে রেখেছেন। এড.আবুল কালাম আজাদ ২০১৩ সালে সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা বিরোধীদের রাজপথ থেকে হঠিয়েছিলেন। তিনি সাতক্ষীরার প্রত্যেকটি ন্যায়ভিত্তিক আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এড,.আবুল কালাম আজাদ সাতক্ষীরার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বুনে যাচ্ছেন স্বপ্নের বীজ। এড.আবুল কালাম আজাদ ভূমিহীন নেত্রী জায়েদা, সাতক্ষীরার ভোমরা বন্দরের প্রতিষ্ঠাতা স ম আলাউদ্দিন, সাংবাদিক চঞ্চল সিংহ, কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন দৈনিক পত্রদূতকে। পরিণত করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের আশা ভরসার কেন্দ্রস্থলে। সেই সাথে দৈনিক পত্রদূত যেমন সাংবাদিক গড়ার কারখানায় পরিণত হয়েছে, তেমনি এড.আবুল কালাম আজাদের উদায় মনমানসিকতায় পত্রদূত প্রিন্টার্সও সাতক্ষীরার অসংখ্য সংবাদপত্র প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাংবাদিকতার দিকপাল সাতক্ষীরা’র সিনিয়র এড. আবুল কালাম আজাদের জন্মদিনে সমাজের আলো’র পক্ষ থেকে জানাই অনেকানেক শুভেচ্ছা।



Leave a Reply

Your email address will not be published.