সমাজের আলো : সাতক্ষীরার সদররে ১৩টি ইউনিয়নের নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন-কুশখালীতে মুহাম্মদ আব্দুল গফফার (টেলিফোন।লাবসায় মোহাম্মদ আব্দুল আলিম (আনারস।বল্লী ইউনিয়নে মো: মহিতুল ইসলাম (আনারস)।আগরদাড়িতে কবির হোসেন মিলন টেবিল ফ্যান)।ঝাউডাঙ্গায় আওয়ামী লীগের সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো: আজমল উদ্দীন (নৌকা)।ঘোনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল কাদের (মোটর সাইকেল)।বৈকারীতে ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে আবু মো: মোস্তফা কামাল (মোটর সাইকেল)।ভোমরায় বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী (মোটর সাইকেল)।শিবপুরে এসএম আবুল কালাম আজাদ (আনারস)।ফিংড়িতে মো: লুৎফর রহমান (আনারস)।ধুলিহরে মো: মিজানুর রহমান চৌধুরী (আনারস)।ব্রহ্মরাজপুরে মো: আলাউদ্দীন (নৌকা)।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার ৪২৯ জন। সদর উপজেলায় ১৩ ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.