সমাজের আলো : জান্নাতুল ফেরদৌস লিজা (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা মিজানুর রহমান রবিবার (১৬ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের মিজানুর রহমান বলেছেন-তার কন্যা জান্নাতুল ফেরদৌস লিজা চলতি ২০২২ শিক্ষাবর্ষে খানপুর ছিদ্দীকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।মাদ্রাসায় যাতায়াতের সময় একই গ্রামের রবিউল ইসলামের ছেলে আজমির হোসেন (২০) ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আজমির হোসেনসহ একই গ্রামের নজরুল ইসলামের ছেলে খলিল (৪০), আব্দুল জব্বারের ছেলে আনারুল (৩৬), মৃত ছাদেক সরদারের ছেলে মফিজুল (৩৪) ও কবির (৩৬)সহ কয়েকজন দুটি নাম্বার বিহীন মোটর সাইকেলে মিজানুর রহমানের বাড়ির সামনে এসে পিস্তল ঠেকিয়ে জান্নাতুল ফেরদৌস লিজাকে জিম্মি করে ফেলে। এসময় লিজার চিৎকারে তার মা হালিমা খাতুন, চাচী ফরিদা খাতুনসহ অন্যরা এগিয়ে গেলে তাদেরকে মারপিট করে লিজার গলায় ছুরি ও পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর পিতা একটি এজাহার জমা দিলে সাথে সাথে একজন এসআইকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেয়েটিকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.