সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌর সভার ১নং ওয়ার্ডের কাটিয়ায় (ঝুটিতলা এলাকায়) জনৈক জাহাঙ্গীর কবিরের বাড়িতে ডেন্টিস্ট আবুল কালামের ছেলে সানি’র বাল্য বিবাহের খবর ছড়িয়ে পড়লে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা’র হস্তক্ষেপে এ বাল্য বিবাহের আয়োজন বন্ধ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সাথে সাথে আমি স্থানীয় দু’জন কাউন্সিলর (সৈয়দ মাহমুদ পাপা ও আইনুল ইসলাম নান্টা)কে বিষয়টি অবহিত করি এবং বাল্য বিবাহের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি তারা নিশ্চিত করেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের মৌখিক হস্তক্ষেপে স্থানীয় পৌর কাউন্সিলরে মাধ্যমে এ বাল্য বিবাহের কার্যক্রম প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে। এই বাল্য বিবাহ যাতে সম্পন্ন না হয় সেক্ষেত্রে জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published.