সমাজের আলো : ভারতে পাচারে সময় পুলিশের অভিযান ১৫ টি ময়ুর উদ্ধার করেছেন। সোমবার সকালে ময়ুর উদ্ধার করা হয় ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার জামতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মিন্টু খাঁ (৩৭) ও অর্ণব দাস(২৪)।খবর পেয়ে পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে পাচারকারীরা আসে। তাদের মাইক্রোবাসের সিটের নিচে ১৫টি ময়ূর লুকানো ছিল।বিকালে ময়ূরগুলো খুলনা বন অধিদপ্তর গ্রহণ করে।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর

রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও

প্রকৃতি সংরক্ষণ বিভাগের সম্মতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার আইন নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ূরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে




Leave a Reply

Your email address will not be published.