আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সমিতির নিজস্ব কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ হায়দার আলী ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল কুদ্দুস পেয়েছেন ৪৩ ভোট। সহ সভাপতি (লটারীতে) পদে জি.এম আব্দুর রহিম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আজাদ হোসেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হুমাউন কবির পেয়েছেন ৫২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দীন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মুরাদ হোসেন পেয়েছেন ৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাহিদ সুলতান শাহিন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইসতিয়াক আহমেদ পেয়েছেন ৫০ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আতাউর রহমান ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ আবু হাসান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিদুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট। ১১৩ জন ভোটারের মধ্যে ১০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়।




Leave a Reply

Your email address will not be published.