সমাজের আলো। ।সাতক্ষীরা সদর হাসপাতালে, চিকিৎসা সেবার নামে ব্যাপক হয়রানির অভিযোগ উঠে এসেছে। ডাক্তার ও কম্পাউন্ডার দের খামখেয়ালিপনায় চরম হয়রানির শিকার হচ্ছে রুগী ও রুগীর সাথে আসা স্বজনরা। রুগী ও রুগীর স্বজনদের নানা অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা। সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল ৮ টা থেকে সদর হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম রুমের সামনে অপেক্ষা করতে থাকে, তালা উপজেলার খলিসখালী ইউনিয়নের জৈনিক ব্যাক্তি, তিনি তার অন্তঃসত্ত্বা স্বজনকে নিয়ে ভিড় এড়াতে রওয়ানা দেন খুবই ভোর বেলায়। পূর্বে টিকিট কেটে আজ অপেক্ষা করতে থাকে। কিন্ত তারা জানতে পারেন,ডাক্তার সকাল সাড়ে ৮ টায় আল্ট্রাসনোগ্রাম শুরু করবেন। কিন্তু এভাবে বিভিন্ন এলাকা থেকে আল্ট্রাসনোগ্রাম বিভাগের সামনে জড়ো হতে থাকে ২০/২৫ জনের অধিক রুগী। কিন্তু তাদের অপেক্ষার পালা আর শেষ হয় না? বেজে যায় ৯ টা, ১০ টা এবং ১১ টা তবুও কর্তব্যরত ডাক্তারের খোঁজ মেলেনি? এভাবে অপেক্ষার পর, এক সময় কর্তব্যরত ডাক্তার আসেন। গতকাল অপেক্ষা করে ফিরে গিয়ে সোমবার ২রা নভেম্বর সকাল ৮টা থেকে অপেক্ষা করতে থাকা সাতক্ষীরা সদরের মধ্য কাটিয়া এলাকার তাসলিমা বেগম এর সিরিয়াল আসে। তিনি ভেতরে প্রবেশ করে ৫০০ টাকার নোট দেন কিন্তু দায়িত্বরত ফারুক ৫০০ টাকার নোট ভাংতি হবেনা বলে জানান। তবে অনান্য রুগী ও রুগীর স্বজনরা জানান আল্ট্রসনোগ্রাম বিভাগে দায়িত্বরত ফারুক টাকা থাকলে ওর সবাইকে খুচরা আনতে বলছে? আর এই সুযোগে তার পরিচিত স্বজনদের সুযোগ করে দিচ্ছে। এবং সকলের সাথে দুর্ব্যবহার করছে। তাসলিমা বেগম নামীও মহিলা টাকা ভাংতি করে পুনরায় ভেতরে যেতে চাইলে, তার সাথে অত্যান্ত অসম্মানজনক ব্যবহার করে ভেতরে যেতে দেয়া হইনি বা ভেতরে বসতে না দিয়ে বাইরে বের করে দেন। অথচ ভেতরে তখন ফারুকের পরিচিত কয়েকজন স্বজন বসে ছিলেন। অগত্যা চিকিৎসা সেবার নামে হয়রানির ঘটনায় ১০ নং শাখার কর্তব্যরতের কাছে অভিযোগ দেয়া হলে, তিনি অভিযোগ গুলি আমলে নেয়ার জন্য সিভিল সার্জন কে অবহিত করেন। তবে শেষ পর্যন্ত জানা জায়নি কি ব্যবস্থা নিয়েছেন, আল্ট্রসনো বিভাগে দায়িত্ব রত ফারুক এবং ওই বিভাগের দায়িত্বরত ডাক্তার এর বিরুদ্ধে?




Leave a Reply

Your email address will not be published.