রবিউল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগরে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বালি উত্তোলনের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ। বাংলাদেশ সরকারের ভূগর্ভস্থ থেকে বালি উত্তোলনের কঠিন নিষেধাজ্ঞা থাকলেও হরহামেশা চলছে বালু উত্তোলন তাতে আবার স্থানীয় জনপ্রতিনিধির প্রকাশ্যে হস্তক্ষেপ উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়ন এর ৫ নাম্বর চন্ডিপুর গ্রামের মোঃ আব্দুল হামিদ পিং মৃত সোনাই মোড়ল নামের বাসিন্দা বালু উত্তোলন করার খবর শুনে সরোজমিনে যেয়ে দেখা গেল যে কথা সেই কাজ কিন্তু বড় পরিতাপের বিষয় হলো স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার হেদায়েতুল ঘটনাস্থলে হাজির হয়ে বলেন আমার চাচা হয় বিষয়টি বাদ দিন। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা এসে মোবাইল ধরিয়ে দেন দেওয়ার পরে ফোনে মেম্বার আজিজুল ইসলাম বলেন, আমার বড় মামা বিষয়টি বাদ দিন। চেয়ারম্যান সাহেবকে বলা হলে চেয়ারম্যান সাহেব বলেন সবকিছু দেখতে হয় না এসব দেখে মনে হলো খুবই সহজ ব্যাপার আমরা বড় করে দেখছি কি করার পরে স্থানীয় ইউনিয়ান ভূমি কর্মকর্তা বললে উনি এসে ড্রেজার বন্ধ করে দেন ড্রেজার মালিক আব্দুল গফফার মোড়ল ওরফে বঙ্গবন্ধু তার কাছে জানতে চাইলে বলেন আমার নাম বঙ্গবন্ধু আমি এই নাম বিক্রি করে খায় এই সমস্ত সমস্যার জন্ম দেয়। পরে স্থানীয়রা অভিযোগ করে বলেন আমাদের অঞ্চলে আয়লার পথ থেকে, ব্যাপক ক্ষতি হওয়ার ফলে প্রায় সময় লোকজন নিজেদের যায়গা উচু করার জন্য মাটির নিচে থেকে বালু উত্তোলন করে থাকে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন আমি অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি।




Leave a Reply

Your email address will not be published.