সমাজের আলো : বিএসএফের আগ্নেয়াস্ত্র সহ গুলি নিয়ে চম্পট৷ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে বিএসএফ৷ দুষ্কৃতীদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে৷ কোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ৷

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ ১৫৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা কনস্টেবল সীমান্তে ডিউটিতে কর্মরত ছিলেন৷ তখন একদল দুষ্কৃতী তাকে মারধর করে তার ইন্সাস রাইফেল ও কুড়ি রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় বাংলাদেশে৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ কিছুক্ষণের জন্য বিএসএফের গতিবিধি এত বেশি ছিল যার ফলে সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে যায়৷ঘটনায় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ সেখানে তাদের ইন্সাস রাইফেল ও কুড়ি রাউন্ড গুলি ছিনতাই হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন৷ ইতিমধ্যে ১০ জন সন্দেহভাজন যুবককে আটক করেছে বিএসএফ৷ তাদেরকে বসিরহাট থানার পুলিশ হাতে তুলে দেয়া হয়েছে৷ জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রাথমিক অনুমান, বাংলাদেশি দুষ্কৃতীদের যোগসাযোগে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে৷




Leave a Reply

Your email address will not be published.