সমাজের আলো: সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায়ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে এক শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন অনুষ্টানের শুভ সুচনা করা হয়। ঢাকাপোস্ট.কমের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রেসক্লাবের কর্মকর্তা সেলিম রেজা মুকুল, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম ইব্রাহিম খলিল, জাহিদ হুসাইন, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান, শাহিন বিল্লাহ্, দ্যুতিদীপন বিশ্বাস, রবিউল ইসলাম শুভ, ইয়ারুল ইসলাম, রাহাত রাজা, শিমুল, আব্দুল মতিন, ফারুক হোসেন, সোহাগ হোসেন, জহুর হোসেন সাগর, মহিদুল ইসলামসহ আরও অনেকে। শুরুতেই ঢাকাপোস্টের নবযাত্রাকে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা বলেন, আমরা বিশ্বাস করি ঢাকাপোস্ট স্বাধীনতার কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে ও অসাম্প্রদায়িক চেতনা লালন করবে। দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াবে খুঁটি হয়ে। যেসব কথা মানুষ বলতে পারে না সেসব মানুষের ভিতরের কথা তুলে ধরবে ঢাকাপোস্টের মাধ্যমে। তাতে সমাজ দেশ তথা সাতক্ষীরা এগিয়ে যাবে। বক্তারা আরও বলেন, মানুুষ দিন দিন অনলাইন নির্ভর হয়ে পড়ছে। আগামীতে প্রিন্ট পত্রিকা মানুষ আর পড়বে না। উদ্বোধনের আগেই মিডিয়া অঙ্গনে সাড়া জাড়িয়েছে ঢাকাপোস্ট। এতেই ধারণা করা যায়, ঢাকাপোস্ট যে একটি ভালোমানের অনলাইন মিডিয়া হচ্ছে তাতে কোন সন্দেহ নেই। শেষে কেককাঁটার মধ্য দিয়ে ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published.