সমাজের আলো : সাতক্ষীরা কলারোয়ার মাদরা ও পার্শ্ববর্তী তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার জন নারীসহ মোট ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার (২৬ জুলাই) সকালে তাদেকে আটক করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ৷ আটকৃতরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি, ফুলতলা উপজেলার জগনীপাশা গ্রামের লাভলি, মাগুরার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা, গাজীপুরের টুঙ্গি মডের থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ আরও জানান, আটকৃত ৫ জনের মধ্যে ৩ জনকে সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপনকৃত কোয়ারেন্টানে রাখা হয়েছে। অপর ২ জনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। লকডাউন চলাকালে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় এ পর্যন্ত ১১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা, ৬ জন মানবপাচারকারী ও ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.