সমাজের আলো : তালার খেশরা ইউনিয়নের দরমুড়াগাছা সড়ক নির্মানে সিমাহিন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে তালার ঠিকাদারি প্রতিষ্ঠান বসু ট্রেডার্সের মালিক প্রভাবশালী ঠিকাদার কল্যান বসুর বিরুদ্ধে। ৫২ লাখ টাকা ব্যায়ে এক কিলোমিটারের কম এই সড়ক নির্মান কাজে ব্যাবহার হয়েছে একেবারে নিন্ম মানের আমা ইট ও খোয়া। সড়ক নির্মাণে এতটাই আমা ইটের খোয়া ব্যবহার করা হয়েছে যে ভ্যান সাইকেল মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে খোয়া ধুলায় পরিণত হয়েছে। হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে ব্যবহৃত ইটের খোয়া। এই সড়কের সাথে চারটি মিনি কালভার্টের কাজ করেছেন এই ঠিকাদার, উক্ত কাজের জন্য নিন্মমানের আমা ইট আনা হলে মিডিয়ার তৎপরতায় ঠিকাদার দুইটি কালভার্টের ইট পরিবর্তন করে ভালো ইট দিয়ে কাজ করেন এবং তড়িঘড়ি করে দুইটি কালভার্ট সেই নিম্নমানের আমা ইট দিয়ে করেছেন এমন অভিযোগও পাওয়া গেছে। এভাবে অনিয়মের মধ্য দিয়ে কাজ বাস্তবায়ন হলে বাস্তবায়নের খুব অল্প দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে এমনটাই দাবি এলাকাবাসীর। বর্তমানে নির্মাণাধীন এই সড়কটির ইট ও খোয়ার কাজ কাজ প্রায় শেষ পর্যায়ে। তালার ঠিকাদারী প্রতিষ্ঠান বসু ট্রেডার্সের মালিক কল্যান বসু তালা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি হওয়ায় এবং টাকার জোরে দুই তিনজন সাংবাদিক ও জনপ্রতিনিধিকে নিজের পকেটস্থ করে রাখায় মিথ্যা মামলা সহ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে দেয়ার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। এছাড়াও তিনি যে এলাকায় কাজ পান প্রথমে সেই এলাকার জনপ্রতিনিধিদের টাকার জোরে নিজের পকেটস্থ করে নেন, যেন কেই তার কাজের দুর্নীতি অনিয়মের বিষয়ে প্রতিবাদ করতে সাহস না পায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে ঠিকাদার সড়ক নির্মাণে সীমাহীন দুর্নীতি অনিয়ম করে যাচ্ছেন এমন অভিযোগ একাধিক এলাকাবাসির। সড়কের নির্ধারিত নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকায় ঠিকাদার নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছেন এমন অভিযোগও পাওয়া গেছে।




Leave a Reply

Your email address will not be published.