সমাজের আলোঃ উপকূলের জলাবদ্ধতা নিরসনে ও নদী ভাঙনরোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করা হয়েছে।ইয়ূথ ভলেন্টিয়ার এনগেজমেন্ট কমিউনিটি ডেভোলপমেন্টের আয়োজনে।প্রেরণার সহযোগিতায় মুন্সীগঞ্জ বাজারে সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আশেক ই লাহীর সভাপতিত্বে cyd এর কো-অর্ডিনেটর শেখ শরীফ হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী, প্রেরণার কনসালটেন্ট মৃণাল সরকার, জাগো যুব ফাউন্ডেশনের পরিচালক শেখ ফারুক হোসেন,প্রথম আলোর সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান মৌ, মুন্সীগঞ্জ ইউপি সদস্যা সেলিনা সাঈদ,সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেন, রুপান্তরের শ্যামনগর কর্ডিনেটর মোহাম্মদ আব্দুল হান্নান, শ্যামনগর cyd সমন্বয়কারী বিবেকানন্দ সরকার,cyd এর সদস্য তাপস সরকার সহ আরো অনেকে।এ সময় অথিতিরা বলেন উপকূলের জলাবদ্ধতা নিরসনে সরকারি ভাবে আশু উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা শুধু আমাদের নয় বরং সকল উপকূলবাসীর প্রাণের দাবি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *