সমাজের আলো : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় দলীয় নেতৃবৃন্দ বলেন এমন ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা হলে জনগন তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। তারা বলেন সাতক্ষীরায় ১৯ বছর আগের এই দিনে কলারোয়ায় শেখ হাসিনার ওপর বর্বরোচিত হামলাকারীরা রক্ষা পায়নি। তারা বিচারের রায়ে এখন কারাভোগ করছেন। তারা কারাদন্ড ঘাড়ে নিয়ে এখনও পলাতক থাকা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ১৯ বছর পূর্তিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তারা।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ একে ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন প্রধানমন্ত্রীর ওপর আর কোনো হামলা হলে জনগন আগের মতোই সমুচিত জবাব দেবে। সেই মহলকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন দলের সভানেত্রীর ওপর হামলা করে কেউ রক্ষা পায়নি, পাবেও না।ঘন্টাব্যাপী মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামন বাবু, অ্যাডভোকেট ওসমান গনি, ফিরোজ কামাল শুভ্র, হারুনার রশীদ ,আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভিন সেঁজুতি প্রমূখ নেতা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *