সমাজের আলো : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তৎপরতায় দস্যুমুক্ত হয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এ অরণ্যে এখন কোনো দস্যু বাহিনীর বিচরণ নেই। সুন্দরবন উপকূলের বনজীবী ও মৎস্যজীবী আর মৌয়ালদের মনে এখন দস্যুভীতি একেবারেই নেই। তবে নতুন করে আর কোনো দস্যু বাহিনী যাতে এ বনে বিচরণ বা অবস্থান করতে না পারে, সেজন্য সুন্দরনের নজরদারিতে র‌্যাবের সক্ষমতা আরও বাড়াতে হবে৷ এর জন্য স্থায়ীভাবে দু’টি ক্যাস্প স্থাপনের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন এলিট এ ফোর্সের কর্মকর্তারা। এতে নজরদারি ও টহলের মাধ্যমে সুন্দরবনের নিরাপত্তায় আরও সক্ষম হবে র‌্যাব। ইতিমধ্যে সুন্দরবনে নজরদারি ও নিয়মিত টহলের জন্য র‌্যাবের দুটি অস্থায়ী ক্যাম্প চালু রয়েছে। এর একটি সুন্দরবনের দুবলারচরে এবং অপরটি সাতক্ষীরার মুন্সিগঞ্জে। তবে স্থায়ীভাবে ক্যাম্প স্থাপন হলে জলদস্যু ও বনদস্যুসহ বন্যপ্রাণী চোরাচালালিরা তাদের তৎপরতা চালাতে পারবে না। এবিষয়ে মঙ্গলবার (০২ নভেম্বর) সুন্দরবনের কটকার বাদামতলা ওয়াচ-টাওয়ার স্পটে উপস্থিত থেকে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুন্দরবনে নজরদারির জন্য র‌্যাবের দু’টি অস্থায়ী ক্যাম্প রয়েছে। তবে এ দুটি পর্যাপ্ত নয়। সুন্দরবনকে নিরাপত্তা দিতে ও দস্যুমুক্ত রাখতে হলে স্থায়ীভাবে আরও দু’টি ক্যাম্প স্থাপন করা প্রয়োজন।




Leave a Reply

Your email address will not be published.