সমাজের আলো : বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ১টি ভারতীয় মাছ ধরার ট্রলার ও ১৩ জন ভারতীয় জেলেকেও আটক করেছে কোস্ট গার্ড। গত ৭ আগস্ট বেলা অনুমান সাড়ে ১২টার সময় মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে তাদেরকে আটক করে। আজ রোববার বিকালে তাদেরকে মোংলা থানায় সোপাদ্দ করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর জাহাজ সোনার বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশী মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে। উক্ত ট্রলার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে। একপর্যায়ে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে আটক করে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.