শ্যামনগর প্রতিনিধি : বনবিভাগ পশ্চিম সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা অভিযান চালিয়ে বিনা অনুমতিতে সুন্দরবনে অভয়ারন্য এলাকায় প্রবেশ করে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে। সোমবার ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনে হিলসামারী খালে মাছ ধরার সময় মালামাল সহ জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, ও জাল সহ আনুসঙ্গিক মালামাল উদ্ধার করে।আটক চার জেলে হলো-শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের কেরামত আলী গাজীল ছেলে আলাউদ্দীন গাজী ও গেলাখালী গ্রামের বাবু সরদারের ছেলে মজিদ সরদার, মৃত গহর সরদারের ছেলে রফিকুল সরদার এবং আব্দুল কাদের গায়েনের ছেলে হযরত গায়েন।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




Leave a Reply

Your email address will not be published.