সমাজের আলো : মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে ২৪ ঘণ্টার বেশি পার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত দেশটির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি কোথায়, তা জানা যায়নি। তার সঙ্গে আটক অপর নেতাদেরও খোঁজ মিলছে না। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পর তারা কোথায় আছেন, বলতে পারছেন না দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, সু চি কোথায়, কোনো খোঁজ নেই। খবর পাওয়া যাচ্ছে না তার সঙ্গে আটক অপর নেতাদেরও। এদিকে গতকাল সোমবার দেশটির ২৪ জন মন্ত্রীকে বরখাস্ত করেছে সামরিক সরকার। মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের মধ্য থেকে ১১ জনকে।



Leave a Reply

Your email address will not be published.