সমাজের আলো : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টুঙ্গীবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন না হলেও কাগজে কলমে নির্বাচন দেখিয়ে ম্যানেজিং কমিটি করার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অনাদী কুমার বাহাদুরের যোগসাজশে এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে গোপন এ কমিটির ব্যাপারে কিছুই জানেন না বলে জানান প্রধান শিক্ষক।এদিকে শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার দায় চাপিয়ে দিচ্ছেন প্রধান শিক্ষকের ওপর। এ ঘটনায় জেলা প্রশাসক বারবর লিখিত অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে গেলে স্কুলের শিক্ষক ও অভিভাবকরা জানান, কবে তফসিল ঘোষণা হয়েছে, আর কবে নির্বাচন হয়েছে তা কেউ জানে না। এমনকি কমিটির সদস্যরাও জানেন না তাদের নাম কমিটিতে আছে। আর এ অবৈধ প্রক্রিয়ার গোপন নির্বাচনের কাগজ দিয়ে শিক্ষা বোর্ড থেকে পাস করানো হয়েছে স্কুলের পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতে সভাপতি হিসেবে দেখা যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান পিয়েলের নাম। এ বছরের ২৭ মে বোর্ড থেকে কমিটি অনুমোদন হলেও এখনো কমিটির কথা জানেন না শিক্ষক ও অভিভাবকরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *