সমাজের আলো : যশোরের ঝিকরগাছায় স্ত্রীর লাঠির আঘাতে নিহত হয়েছেন স্বামী মুস্তাকিন হোসেন সুমন (২৮)। বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। পুলিশ ঘাতক স্ত্রী মিনা খাতুনকে (২৬) আটক করেছে। তিনি একই উপজেলার ঘোড়াদহ গ্রামের নিহান শেখের মেয়ে। নিহতের ভাইপো ফিরোজ জানান, এর আগে ১৪ মার্চ দুপুরে স্ত্রী মিনার ভাই, বোন ও মা বেড়াতে যান তাদের বাড়িতে। ওইদিন বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলযোগের এক পর্যায়ে মিনা ক্ষুব্ধ হয়ে তার স্বামী সুমনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তাৎক্ষণিক মাটিতে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ১৬ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে বুধবার বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন গভীররাতে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা থানার এস আই হেলালুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট ও পরে ময়না তদন্ত সম্পন্ন হয়। গ্রামবাসী জানায়, বুধবার বিকেলে সুমনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ঘাতক মিনা পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় গ্রামের মহিলারা তাকে ধরে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায়। স্থানীয়রা আরো জানায়, সুমন হাসপাতালে ভর্তি হলে স্ত্রী, শ্বশুর, শাশুড়ি কেউ তার খোঁজ খবর নেয়নি। এসময় তারা সুমনের দেয়া স্বর্ণালঙ্কার ও ঘরে রাখা দামি আসবাবপত্র ও টাকা পয়সা সরিয়ে ফেলে। সুমনের মৃত্যুর পর তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মিনাকে আটক করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.