সমাজের আলো : স্বাস্থ্যবিধি তদারকি করতে সাতক্ষীরায় আওয়ামী লীগের কমিটি করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় সাতক্ষীরায় জেলাব্যাপী কোভিড কমিটি গঠনের আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।পত্রে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক কোভিড কমিটি গঠন করবেন। প্রত্যেক কমিটিতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচা বাজারসহ মুদি দোকান সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে। এই কোভিড-১৯ কমিটি স্থানীয় প্রশাসনকে সার্বিক সাহায্য ও সহযোগিতা করবে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও এই কমিটি জেলাব্যাপী তদারকি করবে।পত্রে আরও জানানো হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.