সমাজের আলো : নড়াইল সদর হাসপাতালে সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। শনিবার ও রবিবার দুদিন তিনি নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট ডাক্তার ও সেবিকাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালের স্বাস্থ্য সেবা বিষয়ক যে কোন অনিয়ম দূর করতে হবে। নিয়ম মাফিক আপনাদের দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের সেবার মান বাড়াতে ডাক্তার ও সেবিকাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা শুধু সমন্বয় করবো। হাসপাতালের রোগী ওয়ার্ডসহ বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।হাসপাতালে ভর্তি থাকা রোগীরা যাতে সঠিকভাবে খাবার এবং চিকিৎসা সেবা পান সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।আউটডোরের রোগীরা যাতে হাসপাতালের ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যান সেজন্য ডাক্তারদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

এদিকে সঠিক সময়ে হাসপাতালে না আসায় শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৮জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল টেকনোলজিষ্টকে এবং অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের দায়িত্বে থাকা ১ জন কর্মচারীকে (বাবুর্চি) শোকজ এবং রোগীদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং’র এক কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের তত্বাবধায়ককে নির্দেশ দিয়েছিলেন।




Leave a Reply

Your email address will not be published.