রাকিবুল হাসান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব সাতক্ষীরার কৃতি সন্তান ডাঃ দিলীপ কুমার ঘোষ ৫ দিনের সরকারী সফরের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরের রাজা লক্ষ্মণ সেন ও রাজা প্রতাপাদিত্য রক্ষিত দেবীর একান্ন পীঠের পবিত্র পীঠস্থান শ্রী শ্রী যশোরেশ্বরী কালিমাতা মন্দির,শ্রী শ্রী শীতলখোলা মন্দির,সুন্দরবনের আকাশলীনাসহ অন্যান্য মন্দির পরিদর্শন করলেন।তাঁর সাথে সার্বক্ষনিক সফরসঙ্গী হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তরুন সমাজসেবক ডা. সুব্রত ঘোষ,ট্রাস্টের সাতক্ষীরা জেলার সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য, ফিল্ড অফিসার সঞ্জয় সরকার ও মিন্টু হালদার,শ্যামনগর সফরে সার্বক্ষণিক সাথে ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরা জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি মধুসূদন মন্ডল,শ্যামনগর উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি পবিত্র মন্ডলসহ সনাতনী ছাত্রছাত্রীবৃন্দ।
শ্রী শ্রী যশোরেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শনে সচিব মহোদয় ও তাঁর সফরসঙ্গীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা প্রদান করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা ও সাতক্ষীরা জেলা হিন্দু ছাত্র ফোরামের সভাপতি মধুসূদন মন্ডল ও পবিত্র মন্ডল।সচিব মহোদয় যশোরেশ্বরী মায়ের পূজা দেন।পূজা শেষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে তিনি সুন্দরবন আকাশলীনা পরিদর্শন করেন।সচিব মহোদয় এবং তাঁর সফরসঙ্গীবৃন্দ শ্যামনগরের বিভিন্ন মন্দির পরিদর্শনে সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া নকিপুর হরিতলাস্হ শ্রী শ্রী শীতলখোলা মন্দির প্রাঙ্গনে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সুধী সমাবেশ এবং দেবীর ৫১ পীঠের পবিত্র পীঠস্থান শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমাতা মন্দির কে সার্বজনীন করার লক্ষ্যে আলোচনা সভা ও মতবিনিময় হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সম্মানিত সচিব ডাঃ দিলীপ কুমার ঘোষ।উক্ত অনুষ্টানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তরুন সমাজসেবক ডাঃ বাবু সুব্রত ঘোষ,সাতক্ষীরা জেলা হিন্দু কল্যান ট্রাষ্টের সহকারী প্রকল্প পরিচালক বাবু অপূর্ব আদিত্য।বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাবু জয়দেব বিশ্বাস,বাবু কিরণ শঙ্কর চ্যাটার্জী,বাবু বিধুস্রবা মন্ডল,বাবু রণজিত দেবনাথ,বাবু রণজিত বর্মণ,বাবু মনোদীপ মণ্ডল,বাবু সুকুমার বিশ্বাস,বাবু রামরঞ্জন বিশ্বাস,বাবু অনাঙ্গ মণ্ডল,বাবু মধুসূদন মন্ডল,বাবু পবিত্র মন্ডল,বাবু জয়ন্ত কুমার মন্ডল,বাবু উমেশ মন্ডল,বাবু বাবুলাল মন্ডল,বাবু দেবাশীষ কুমার,বাবু ভবতোষ বৈরাগী,বাবু কুমুদ রঞ্জন গায়েন,বাবু সুকান্ত মন্ডল,বাবু অরবিন্দু মন্ডল, বাবু কানাইলাল মন্ডল,বাবু ইন্দ্রজিত মন্ডল,বাবু মতীন্দ্র দাস সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও সুধী সমাজ।উক্ত অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করেন শ্রী কৃষ্ণসখা দাশ ব্রক্ষ্মচারী ও গীতায় স্কুলের ছাত্রী সুমনা মন্ডল ও ছন্দা মণ্ডল।উক্ত অনুষ্ঠানটি বাবু সণজিত চন্দ্র দাশের পরিচালনায় সভাপতিত্ব করেন বাবু বিষ্ণুপদ মন্ডল।শ্রী শ্রী যশোরেশ্বরী কালিমাতা মন্দির একটি প্রাচীন দৈব মন্দির হওয়ায় সুধীসমাবেশের বক্তারা অভিযোগ করে এটিকে সার্বজনীন ও সরকারী জাতীয়করণ করার দাবি করেন।উক্ত অনুষ্ঠানে সচিব মহোদয়ের প্রধান অতিথির বক্তব্যে বলেন শ্যামনগর বাসী সহ সকল ভক্তবৃন্দের একটা মাত্র দাবি শ্রীশ্রী যশোরেশ্বরী কালী মন্দির কে সার্বজনীন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাথে সাথে সকলের একমাত্র দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং সব ধরনের সার্বিক সহযেগিতা করবেন বলে আশ্বাস দেন।




Leave a Reply

Your email address will not be published.