কলারোয়া উপজেলার বৃহত্তম সোনাবাড়ীয়া বাজারে দীর্ঘ ১০বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন

বর্তমান ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। তিনি ক্ষমতা গ্রহণের পর
ইউনিয়নের নানান সমস্যা চিহ্নিত করে সেগুলো একের পর এক সমাধান করে
যাচ্ছেন। ইতোমধ্যে তিনি দীর্ঘদিনের কয়েকটি অমীমাংসিত কাজ সুষ্ঠুভাবে
সম্পন্ন করে বেশ প্রসংশিত হয়েছেন। সর্বশেষ গত ১০ফেব্রুয়ারী সোনাবাড়ীয়া
বাজারের আধুনিক গণশৌচাগারটি দীর্ঘ ১০বছর বন্ধ থাকার পর জনসাধারণের জন্য
উন্মুক্ত করে দেন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। সোনাবাড়ীয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, সোনাবাড়ীয়া বাজারের আধুনিক
গণশৌচাগারটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় ছিল। আমরা এটি উন্মক্ত
করতে গিয়ে দেখি গণশৌচাগারের উত্তর সাইটে পুকুর পাড়ে যে হাউজটি আছে সেটির
খুব জরাজীর্ণ অবস্থা। এটি সংস্কার না করে উন্মুক্ত করা সম্ভব ছিল না।
এরপর খুব দ্রুত আমরা একটি বাজেট ব্যবস্থা করে হাউস সংস্কারের কাজ শুরু
করি। তিনি আরও বলেন, এখানে সম্পূর্ণ নতুন একটি হাউস করতে হয়েছে। পুরো কাজ
শেষ করতে বেশ সময়ও লেগেছে। এরপর বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলোচনা
করে গণশৌচাগারটি উন্মুক্ত করে দিয়েছি। সোনাবাড়ীয়া বাজারের কয়েকজন
ব্যবসায়ী বলেন, বিগত দিনগুলোতে কোনো জনপ্রতিনিধির এটি নিয়ে মাথা ব্যাথা
ছিল না। কিন্তু বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর আশ্বাস দিয়েছিলেন
গণশৌচাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিবেন। অবশেষে তিনি কথা রেখেছেন
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.