ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:সাতক্ষীরা কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ৷

সোমবার (২২ আগস্ট) সকালে প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হরিতকী ও আতাগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এডভোকেট কামাল রেজা, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপদেষ্টা এনায়েত খান টুন্টু, সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন রাজ, ২ নং জালালাবাদ ইউনিয়ন কমিটির সভাপতি আজমল হোসেন প্রমূখ৷

এর আগে সামাজিক অঙ্গনে বৃক্ষরোপণ ও বিলুপ্ত প্রজাতির গাছ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় দৈনিক মানব জমিন পত্রিকা সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও গাছের পাঠশালার প্রতিষ্ঠা সাংবাদিক ইয়ারব হোসেনকে সংগঠনের পক্ষ থেকে “গাছ বন্ধু” সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷ পরে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপনে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় সংগঠনের কমিটির সদস্যদের মাঝে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *