ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদি পেয়ে খুঁশি সাতক্ষীরা কলারোয়ার ইউনিয়ন পর্যায়ের নারী-পুরুষ দফাদার ও মহল্লাদারেরা৷ সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়নে দায়িত্ব পালনকারী ১১৯ জন দফাদার ও মহল্লাদারের মাঝে নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদি বিতরণ করেন৷

বিতরণকৃত নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১১৮টি ফুল টি শার্ট, ১১৮ হাফ শার্ট, ফুল প্যান্ট ২৩৬টি, শার্টের সোল্ডার ২৪ জোড়া, শার্টের সোল্ডার ২১২টি, কাপড়ের জুতা ১১৯ জোড়া, বেল্ট ১১৯টি, শাড়ি ২টি, ব্লাউজ ২টি, পেডিকোট ২টি, জ্যাকেট ১১৮ টি, উলের জামা ১১৮ টি, লাইনার বাঁশি ১১৯টি, চার্জার টর্চলাইট ১১৯ টি, বেতের লাঠি ১১৯ টি, মাথার ক্যাপ ১১৯টি, ছাতা ১১৯ টি, কর্ডিগান মহিলা ২টি ও রেইনকোট ১১৯ টি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদ ও তৃণমূল পর্যায়ে মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় দফাদার ও মহল্লাদারেরা গুরুত্বপূর্ণ অবদান রেখে দিন-রাত কঠোর পরিশ্রম করে৷ তারা দলবদ্ধ হয়ে কাজ করলে এলাকায় আরও অগ্রগতি উন্নয়ন ঘটবে৷ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পোশাক সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.