সমাজের আলো। ।রাজধানীর উত্তরায় নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টি তাজা ককটেল উদ্ধার হয়েছে। এরপর পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল এগুলো নিষ্ক্রিয় করে। আজ শুক্রবার বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের এই ভবনে অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঢাকা-১৮ আসনে সংসদ উপনির্বাচনে নাশকতার জন্য এই ককটেলগুলো তৈরি করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া যুবদলের দুই স্থানীয় নেতার দেওয়া তথ্য অনুযায়ী এগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ওই দুই নেতা হলেন তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ এবং ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সুমন শেখ। তবে যুবদল দাবি করছে, এই দুজনকে গত বুধবার হাইকোর্টের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা পুরোই সাজানো। এদিকে গতকাল বৃহস্পতিবার ও আজ বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হয়, সাদাপোশাকধারীরা মামুন পারভেজসহ পাঁচজনকে তুলে নিয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান সরদার প্রথম আলোকে বলেন, ১২ নভেম্বর উপনির্বাচনের দিনে কামারপাড়া স্কুলের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেল মিয়া নামের এক ব্যক্তি হাতেনাতে গ্রেপ্তার হন। তাঁর কাছ থেকে তাজা তিনটি ককটেল উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published.