যশোর অফিস: আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বাংলাদেশে যারা ৬৫ বছর বয়সেও সুস্থ্য সবল থেকে ছোট ছোট ব্যবসায়, মাঝারি ব্যবসায়,রিকশা চালক, ইজিবাইক চালক ও দিন মজুরের মত কাজ করে জীবিকা নির্বাহ করছেন তারা কার কাছে নালিশ জানাবেন। কোন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও তাদের আর্থিক সহযোগিতা আর করবেনা। অনেক অর্থ লগ্নিকারি প্রতিষ্টানে গিয়ে জানা গেছে, বাংলাদেশে যাদের বয়স ৬৫ বছর পার করেছেন তাদের অনুকুলে অথবা তাদের ব্যবসায় প্রতিষ্ঠানের অনুকুলে ঋণ প্রদান করা হবেনা। এ বিষয়ে নাকি বাংলাদেশ ব্যাংক সমস্ত আর্থিক লেনদেন প্রতিষ্টানের কাছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধ করে দিয়েছে। দেখা গেছে, হাজার হাজার ৬৫ বছর বয়সষোর্ধ ব্যক্তির জমিজমা সম্পত্তি আছে অথচ তাদের কাছে কোন নগদ অর্থ নেই। যে কারনে তারা তাদের ব্যবসায় প্রতিষ্টানে ব্যবসায় করতে পারছেননা। তাদের পরিবারে এমন কোন উপার্জনক্ষম ব্যক্তিও নেই যারা এই বৃদ্ধ বয়সে মা-বাবাকে উপার্জন করে খাওয়াতে পারে। তাহলে তারা যাবে কোথায় কার কাছে নালিশ জানাবেন। এ সকল বৃদ্ধদের অনেকেই দাবী করেছেন বাংলাদেশ ব্যাংকের এ ধরনের প্রজ্ঞাপন জারি একটি অমানবিক সিদ্ধান্ত। রাষ্ট্রীয়ভাবে সিনিয়র সিটিজেনদের জন্য কোন প্রকার ব্যবস্থা নেই। জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে তারা আজ অসহাযের মত অমানবিকভাবে দিনাতিপাত করছে। তাই ৬৫ বছর বয়োসয়োর্ধ এ সকল ব্যক্তিদের জন্য স্বল্প সুদে ঋণ দেবার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। এসকল সিনিয়র সিটিজেনদের দাবী আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। তবে কারো অনুকম্পায় নয়। সরকার শিল্প কারখানায় অতিরিক্ত সহায়তা দান করে তাদের ব্যবসার জন্য কাজ করে যাচ্ছেন। রুগ্ন শিল্প প্রতিষ্ঠানে পুনরায় ঋণদান করে তাদের ব্যবসাকে আবার সচল করছে। বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে আথিকভার্বে সহায়তা দিয়ে যাচ্ছেন বর্তমান বাংলাদেশের পরম জনবান্ধব সরকার। তাই ৬৫ বছর বয়োসয়োর্ধ বৃদ্ধদের বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন শেষ বয়সে এদের প্রতি একটু সদয় হোন। তারা যাতে সম্মান নিয়ে খেয়ে পরে ইহকাল থেকে বিদায় নিতে পারে তার জন্য প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করা হয়।




Leave a Reply

Your email address will not be published.