সমাজের আলো : শীতে গোসল করা নিয়ে বেশ গসিপ তৈরি হয়। বিশেষ করে নেট দুনিয়ায় এ নিয়ে চলে নানা কথাবার্তা। তবে, ইরানের এক ৮৬ বছরের বৃদ্ধের গোসল করার ঘটনা ইতিমধ্যে অনলাইন বিশ্বে সাড়া ফেলেছে। ইরানের ওই বৃদ্ধ টানা ৬৭ বছর গোসল করেননি।ইরানের তেহরান টাইমসের দাবি, কেরমানশাহ প্রদেশের দেজগাহ গ্রামের বাসিন্দা আমো হাজি স্নানঘরে ঢোকেননি প্রায় সাত দশক। গোসল না করা প্রসঙ্গে ওই বৃদ্ধ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তিনি পানি দেখলে ভয় পান। তার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়বেন। তবে, তিনি সুস্থ আছেন বলে দাবি করেছেন।তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিন গোসল না করায়। সাবান-শ্যাম্পু না নেয়ায় তার চুল ও ত্বক কিছুটা রুক্ষ হয়েছে।

এই বৃদ্ধকে দেখে অনেকেই বলছেন, তিনি যেন গ্রিক মিথ থেকে উঠে আসা বা বাইবেলের পাতা থেকে উঠে আসা কোনো চরিত্র। তাকে দেখতে তেমনই লাগে। ঠিক যেন মোজেস। গোঁফ-দাড়িতে ঢাকা গোটা মুখ। অর্ধেক টাকমাথায় উস্কোখুস্কো চুল। গায়ে মাথায় ছাই মাখা।এ ছাড়া গোঁফ দাড়িও কোনো নাপিতের কাছে গিয়ে কাটেননি তিনি। চুল-দাড়ি বড় হলে আগুনের সামনে বসে ‘স্ট্রিম’ করে নেন।তিনি খাবার দাবারও খান একদম আলাদা। জীবিত কোনো পশুর মাংস খান না। মৃত পশুর মাংসই তার প্রধান খাবার।তামাকদ্রব্য খাওয়ার কোনো অভ্যাস তার নেই বলেও জানান।সাজপোশাকেও একদম আর দশ পাঁচটা মানুষের থেকে ভিন্ন তিনি। যেন যুদ্ধে যাচ্ছেন, এমন হেলমেট পরেন সব সময়।সাজপোশাকেও একদম আর দশ পাঁচটা মানুষের থেকে ভিন্ন তিনি। যেন যুদ্ধে যাচ্ছেন, এমন হেলমেট পরেন সব সময়।




Leave a Reply

Your email address will not be published.