সমাজের আলো : যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে ডেল্টা এয়ারের একটি যাত্রীবাহী ফ্লাইট। বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন, যাদের সবাইকে নিরপদে বেরিয়ে আনা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ভক্স নিউজের প্রতিবেদনে এই খবর জানানো হয়। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ভারী তুষারপাতের কারণে এমনটি হতে পারে। তবে এর সঠিক কারণ জানা যায়নি। সংবাদসংস্থা এপি জানিয়েছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। এতে সেখানে কিছুক্ষণের জন্য বিমান উঠা নামা বন্ধ থাকে। রানওয়ের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অন্য একটি বিমানে তুলে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছে, বিমানটি উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে ক্ররা কাজ তাদের কাজ চালিয়ে যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.