সমাজের আলো : জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করতে নির্ধারিত বাসভাড়ার বিষয়ে নজরদারিতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।এসময় বিভিন্ন রুটের গণপরিবহন থামিয়ে নতুন ভাড়ার চার্ট টানানো হয়েছে কি না, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি আদায় করা হচ্ছে কি না এসব বিষয় দেখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট।এসময় মৌমিতা পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাচ্ছিলেন এক যাত্রী। তার কাছ থেকে বাসের সুপারভাইজার ৬১ টাকার ভাড়া ৭০ টাকা নেন। এ অভিযোগে ওই বাসকে দুই হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।




Leave a Reply

Your email address will not be published.