যশোর অফিস: যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর সাথে তোলা অন্তরঙ্গ ছবি ফেসবুকে প্রকাশের ঘটনায় বুধবার যশোরে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা করেছে স্ত্রী। অভিযোগের বিষয় আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীর হোসাইন আগামী ১৪ সেপ্টেম্বর মামলার আদেশের দিন ধার্য করেছেন। যৌতুকের টাকা না দেয়ায় মোবাইলে ফেক আইডি খুলে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ফেসবুকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্বামী মেহেদী হাসান চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার সিদ্দিগ্রামের কবির হোসেনের ছেলে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৯ সালের ১০ এপ্রিল মেহেদি হাসানের সাথে তার তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। এরপর যৌতুকের দাবিতে অত্যাচার শুরু করে স্বামী। কয়েকদিনপর চাকরির অজুহাত দিয়ে আসামি চার লাখ টাকা দাবি করে। টাকা না পেলে পরে বাদীকে চলতি বছরের ১০ জুলাই আসামি বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় বাদী আদালতে যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। এতে করে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায় ফেসবুকে অজানা দেশের ভালোবাসা ও ভালোবাসা অজানা নামের দুটি ফেক আইডি খুলে বিভিন্ন অন্তরঙ্গ ও পর্ণো ছবি ফেসবুক আইডিতে আপলোড করে। #




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *