সমাজের আলো: সাতক্ষীরা ইসলামি হাসপাতালে একাধিক ডাক্তারদের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে।আপনি অসুস্থ রোগী নিয়ে গেলে কোন ডাক্তার পাবেন না।আপনাকে নানাভাবে সময় পার করা হবে।হাসপাতালের নামে চলছে গ্রামের মানুষের সঙ্গে প্রতারণা। আপনি রোগী নিয়ে গেলে নিজেরা চিকিৎসা নামে রক্ত পরীক্ষা,প্রসাব , ইসিজি, ইকোসহ নানান পরীক্ষার নামে আপনার পকেট ফাঁকা করে দেবে।সময় মত কাউকে আপনি পাবেন। অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী নার্স, মেডিকেল ডাক্তার, এর কিছুই নেই।অথচ দিনের পর দিন ইসলামি হাসপাতাল চলছে।দেখবার কেউ নেই।

