মোঃ রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ- ‘সাধ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়’ এই স্লোগানের মধ্য দিয়ে(৫ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের বাঙালের মোড় এলাকায় ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্টোর’-এর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল’-এর সভাপতি আতিক উজ জামান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন, জনতার মিছিল সম্পাদক ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুুব হোসেন। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন-এর যুগ্মসাধারণ সম্পাদক তানজিলা বেগম, একুশে সংবাদ-এর প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন, নির্ভীক সংবাদেও জেলা প্রতিনিধি জাকির হোসেন জনি, দৈনিক কালের চিত্রের সাংবাদিক গাজী ফরহাদ, প্রভাষক নাজমুল হোসাইন মাহি, দৈনিক জনকন্ঠ-এর সাংবাদিক আল মামুন ইসলাম, জনতার মিছিল-এর বার্তা সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়া হোসেন ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। মাসিক ভালো কাজ-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, ভালো কাজের জন্য দরকার ইচ্ছাশক্তি। আর্থিক শারীরিক-মানসিক বুদ্ধিবৃত্তিক সর্ব প্রকার কাজে একে অপরের জন্য সহযোগিতা প্রয়োজন। ভালো কাজ মানুষকে ভালো করে তোলে। আর ভালো মানুষের সমন্বয়ে গঠিত হয় একটা সুন্দর পরিবেশ, ভালো সমাজ। আমরা সমাজে সকলেই যদি প্রত্যেকটি ভালো কাজে উদ্যোগী হই, আমরা প্রত্যেকে ভাল হলে আমাদের চারপাশে সবাই ভালো হবে। হবে আদর্শ ও ন্যায় পরায়ন মানুষ। এজন্য তুচ্ছ থেকে তুচ্ছ, বড় থেকে বড়, প্রত্যেক কাজকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই সামাজিক জীব। মাসিক ভালো কাজে উদ্যোগী জনতার মিছিল পত্রিকা ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *