সোহরাব হোসেন সবুজ, নলতা: কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সুফি, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক প্রখ্যত সাহিত্যিক, দার্শনিক ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)-এঁর ১৪৭ তম জন্মবার্ষিকী শনিবার বাদ ফজর নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় ২ দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন ও নলতা শরীফের বিশিষ্ট ব্যক্তি মরহুম বরকত-ই- খুদার পরিবারে পক্ষ থেকে নলতা আহ্ছানিয়া মিশন এতিমখানার ৬০ জন ছাত্রদের মাছে উন্নতমানের ব্যাগ কম্বল ও বালিশ বিতারণ করা হয়েছে। উক্ত কম্বল ও বালিশ বিতারণ অনুষ্ঠানে মরহুম বরকত-ই-খুদার রূহের মাগফেরাত ও তার পরিবারসহ সকল মুসলিম উম্মার মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওঃ আশরাফুল ইসলাম আজিজি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুস, শিক্ষক মোঃ সাইদুর রহমান, মিশন কর্মকর্তা একরামুল রেজা, শিক্ষক মোঃ আনোয়ারুল হক, খায়রুল হাসান, বরকত-ই-খুদার পুত্র সমাজ সেবক মোঃ বদরুল আহছান বাবু, মোঃ মনিরুল ইসলাম, মিশনের প্রধান হিসাব রক্ষক মোঃ এবাদুল হক, রমজান আলী, মিজানুর রহমান, হাফিজুর রহমান প্রমূখ। সোহরাব হোসেন সবুজ, নলতা




Leave a Reply

Your email address will not be published.