ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুশীলনের বাস্তবায়নে ডব্লিএসএসসিসি ও ইউএসটি’র অর্থায়নে স্যানিটেশন অসমতা দূরীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার ৫ই (ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সুশীলনের প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন। সুশীলনের উপজেলা সমন্বয়কারী সাজ্জাদ হোসেন সাজু, সুশীলন টাইগার পয়েন্টের ম্যানেজার আব্দুল হামিদ, স্বপ্ননীড় নারী সংগঠনের নির্বাহী প্রধান শাহানারা পারভীন।প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাহতাব স্কুল ফিডিং ও রিকল ২০২১ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধিগণ শিক্ষক শিক্ষিকা, ক্লাব প্রতিনিধি,নারী সংগঠনের নেত্রী, সিবিও লিডার ও সাংবাদিকগন। উক্ত অনুষ্ঠানে স্যানিটেশন অসমতা দূরীকরণ বিষয়ক বিভিন্ন আলাপ-আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা নারীদের সুপেয় পানি পয়োনিষ্কাশন ঋতুকালীন স্বাস্থ্য বিধি বিষয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ক আলাপ আলোচনা করা হয়।উপস্থিত আলোচকগণ নারীদের স্বাস্থ্যসেবায় ও নিরাপত্তা বিষয়ে নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তাদের এলাকায় গ্রহণ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published.