সমাজের আলো : ১২ বছর বয়সের এক শিশুকে শারিরীক নির্যাতনের পর গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে বিরুদ্ধে। আর ঘটনাটি চাপা দেওয়ার জন্য ২৫ হাজার টাকা রফা করা হয়েছে । ঘটনাটি সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকার । শারিরীক নির্যাতনের শিকার শিশুর পিতা সাতক্ষীরা প্রেসক্লাবে এসে বলেন, গত রমজান মাসে তার শিশু কন্য পাশের বাড়ি নজরুল ইসলামের ছাদে প্রতিদিন যাতায়াত করে । নজরুলে আমার কন্যা কে খাবারের লোভ দেখিয়ে ঘরের ভিতরে ডাকে। কন্যার গায়ে হাত দেয়। তাকে জোরপূর্বক ধর্ষন করে। আমার কন্যাকে তিনবার ধর্ষন করে। কন্যা বুঝতে পারে সে সন্তান সম্ভবা। বিষয়টি তার মাতাকে সব খুলে বলে। নজরুল ইসলামের স্ত্রী কৌশলে আমার কন্যাকে ডেকে নিয়ে সকলের অগচরে ওষুধ খাইয়ে দেয়। তখন গর্ভপাত হয়ে যায়। নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ভুল করে ফেলেছি। বুঝতে পারিনি এমন হবে। পাশাপাশি বসবাস। কিভাবে মীমাংসা করবো সেই চেষ্টা করছি।

			