সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি থেকে ১৯৬ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তলুইগাছা ক্যাম্প কমাণ্ডার নায়েক সুবেদার হারুন উররশিদ জানান, রবিবার (৮ আগষ্ট) সকালে কলারোয়া উপজেলার চারাবাড়ী থেকে শামীম হোসেন(১৯) পিতা ইকবাল হোসেন, ১৯৬ পিস ইয়াবা সহ আটক হয় ।যার আনুমানিক মূল্য (৫৮,৮০০) আটান্ন হাজার আটশতটাকা। তলুইগাছার নায়েক আহসান হাবীবের নেতৃত্বে টহলচলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করে বিজিবি সদস্যরা।সন্ধ্যায় তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।বিষয়টি তলুইগাছা ক্যাম্পকমাণ্ডার নায়েক সুবেদারহারুন উর রশিদ নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *