সমাজের আলোঃ তালা উপজেলার কানাইদিয়া গ্রামের এক সন্তানের মা টুম্পা রানী দাশ (২৫) একই গ্রামের রাম প্রসাদ দাশ (১৮) নামক এক যুবকের সাথে নতুন ঘর বেঁধেছে। এবিষয়ে টুম্পা রানীর স্বামী কোমল দাশ স্ত্রীর সন্ধান না পেয়ে তালা থানায় সাধারন ডায়েরী করছে।
টুম্পা রানী দাশের স্বামী কোমল দাশ জানান গত ১৩ মে’২০ তারিখে আমার স্ত্রী টুম্পা রানী দাশ আনুমানিক সকাল ১০ টায় কপিলমুনিতে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। স্ত্রীর কাছে থাকা মোবাঃ নং যোগাযোগ করলে প্রতিবেশী কবি লালের পুত্র রাম প্রসাদ জানায় টুম্পা রানী এখন আমার স্ত্রী সে আমার সাথে রয়েছে। বিষয়টি নিয়ে বাড়া বাড়ি না করার জন্য হুমকি প্রদান করে। তাদের সংসারে রয়েছে ৫ বছরের একটা পুত্র সন্তান। এই পুত্র সন্তান কে রেখে পরকীয়া প্রেমের জের ধরে ডাক্তার দেখানোর কথা বলে ১ সন্তানের জননী টুম্পা রানী একই গ্রামের কবিলাল দাশের পুত্র রাম প্রসাদ নামক এক যুবকের সাথে আজ ১৮ দিন পালিয়ে গেছে। কোমল দাশ জানান মেয়ের বাবা মিথ্যা মামলার হুমকি প্রদান করায় ১৮ মে’২০ তারিখে আমি তাদের নামে তালা থানায় সাধারন ডায়েরী করছি। নিরীহ কোমল দাশ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় ইউ,পি সদস্য ও আওয়ামী লীগ নেতা কালিদাশ অধিকারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি বিষয়টি মিমাংসার জন্য উভয় পরিবারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি আশা রাখি মিমাংসা করতে পারবো।
