সমাজের আলো : অভিমান করে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১১ টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান তার পরিবার। আত্মহত্যাকারি মুনিরা খাতুন (১৩) ঈশ্বারীপুর ইউনিয়নের ধমঘাট গ্রামের জি এম আবু মুসার মেয়ে। মনিরা খাতুন হেতেলখালির নাসিরবাদ মাধ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।তার পিতাও মাদ্রাসার শিক্ষক। মনিরার পিতা আবু মুসা জানান, মাদ্রসায় যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় যেতে বলি। কিন্তু সে যেতে না চাওয়ার কারণে তাকে একটু বকা ঝকা দিয়ে আমি মাদ্রাসা চলে যাই। ১১টার দিকে আমি খবর পাই যে মনিরা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।স্থানীয় পিয়ার আলী বলেন, মনিরা গলায় ওড়না দিয়ে মারা গেছে। তার পিতা আবু মুসা মাদ্রাসায় না যাওয়ার করণে বকা ঝকা দিয়েছে শুনলাম।

