সমাজের আলো : তালার দক্ষিন শাহপুর ৩০০গ্রাম গাজা সহ দুইজনকে আটক করেছে খেশরা ফাড়ি পুলিশ। গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকার সময় পোপন সংবাদের ভিত্তিতে খেশরা পুলিশ ফাড়ির এ এস আই শেখ মোশতাক আহমেদ সঙ্গিয় ফোর্স আলআমিন নাহিদ ও সালাম কে সাথে নিয়ে দক্ষিন শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের ৩০০ গ্রাম গাজা সহ আটক করেন।
গাজা সহ আটককৃতরা হলেন দক্ষিন শাহপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দু্ল গনি, হরিহর নগর গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে মোঃ আব্দুল জলিল। খেশরা ফাড়ির এ এস আই শেখ মোশতাখ আহমেদ গাজা সহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি আরও জানান আটককৃতদের গাজা সহ তালা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

