সমাজের আলো : সংসার জীবনে স্বামীর, সঙ্গে স্ত্রীর ঝামেলা খুব একটা নতুন কথা নয়। প্রায়ই হয়।, কিন্তু ব্রাজিলে ঘটেছে পৈl,শাচিক ঘ,টনা। ব্রাজিলে, স্বামীর সঙ্গে ঝগড়া করে মাথা ঠিক রাখতে পারেননি স্ত্রী।
স্বা,মীকে রা,গের, মাথায় হ,ত্যা করেন। হত্যার পর স্বামী,র গো,পনাঙ্গ কেটে কড়া,,ইয়ে তেল দিয়ে ভেজে নেন। খবর পে,য়ে পুলিশ পৌঁ,ছে এসব দেখে হতবাক হয়ে যান। ৩৩ বছরে,র ওই নারীকে গ্রেফ,তার করা হয়েছে।অভিযু,ক্তের নাম ডায়ানে ক্রি,স্টিনা রডরি,গ মাকাডো। ব্রাজি,লের গোন,কালোতে স্বা,মীর সঙ্গে থাকতেন তিনি। ১০ বছ,র আগে তাদের বিয়ে হয়। ৮ এবং ৫ বছরের দুইটি সন্তা,নও রয়েছে তাদের। ২ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছে,দ হয় ক্রিস্টি,নার। ফের এক সঙ্গে থাকছিলেন দুইজনে। কিন্তু সেটি কবে থেকে তা জানা যায়নি।
তবে প্রতি,বেশীরা প্রায়,ই তাদের ঝগ,ড়া শুনতে পেতেন। ঘট,নার দিন, সেই রক,মই চল,ছিল। এক, সময় বিবাদ চরমে ওঠে। তখনই স্বা,মীকে খুন করেন ক্রিস্টিনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা,য় পুলিশ। পুলিশ, ঘটনাস্থলে যেয়ে দেখে, রক্তাক্ত অব,স্থায় পড়ে রয়েছে ক্রিস্টিনার স্বামী। সারা শরীরে কো,পানো হ,য়েছে। গায়ে কোনও জামা নেই।পুলি,শের কাছে জে,রায় ক্রি,স্টিনা স্বী,কার করেন, স্বামী,র গোপনাঙ্গ কেটে নিয়ে,ছেন তিনি। তারপর ক,ড়াইয়ে সয়াবিন তে,ল দিয়ে,, ভেজে ফে,লে,,ছেন। ঘট,নাস্থল থেকে ছুরি,টি উ,দ্ধার, হয়েছে।, সে সময় তার দুই স,ন্তান কোথায় ছিল জানা, যায়নি।

