সমাজের আলোঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোর্দ(বড়) গ্রামে পুরনো শত্রুতার জের ধরে একের পর এক হামলা করে আসছে একই গ্রামের আমানুল্লাহ গাজী গং ও তার সহযোগীরা। গত ৪/০২/২০২২ তারিখে সন্ধা ৬ টার দিকে আমানুল্লাহ গাজী ও তার সহযোগীরা সাইদুর রহমান ও তার পরিবারের উপর হঠাৎ হামলা করে।

এসময় তারা ধারালো দেশী আস্ত্র ব্যবহার করে, আমানুল্লাহ ও তার সহযোগী বাবুল, সুজাউদ্দীন, সাইদুজ্জামান, একরামুল, মহসিন আলী, কবির সহ অনেকে দারালো দা, লোহার রড, হাতুড়ি, জি আই পাইপ, ছুরি ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি সাইদুজ্জামান ও তার পরিবারের উপর আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সাইদুজ্জামান আদালতে গত সোমবারে উপরোক্ত হামলাকারীদের আসামি করে একটি মামলা করে, এই মামলাটি আদালত রেকর্ড করে কলারোয়া থানাকে নির্দেশ দেয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *