সমাজের আলো :  শ‍্যাভনগরে গৃহবূধূকে কূপিয়ে হত‍্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে হত‍্যা মামলা হয়েছে। নিহতের ভাই আব্দল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় আলোচিত সাহেব আলি,গৃহবধুর ভাসুর, দেবরকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত শনিবার রাতে শ‍্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ানের সোরা গ্রামে গৃহবধকে কুপিয়ে হত‍্যা করা হয়। এ ঘটনার পর সাহেব আলীর নাম সামনে আসে।
শ‍্যামনগর থানার ইন্সেপেক্টর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন মুল কারন এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। কয়েকটি দিক সামনে রেখে তদন্ত চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *