সমাজের আলো।। দুই সন্তানের মা শিক্ষিকা এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এ অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। ৩২ বছর বয়সী শিক্ষিকা মাকায়েলা ক্যাল্ডওয়েল হজিন্স এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। ওই ছাত্রের বয়স ১৯ বছরের নিচে। যুক্তরাষ্ট্রের আলাবামার ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয় ২২ হাজার পাউন্ড (৩০ হাজার ডলার)। তবে মাকায়েলা অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তার হাজিরার তারিখ নির্ধারণ করেনি।
