টাঙ্গাইল (কালিহাতী) প্রতিনিধি:
আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এক ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (৮ এপ্রিল) রাতে টাঙ্গাইলের চরবাশী গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, চরবাশী গ্রামের সাইফুল ইসলামের একমাত্র পুত্র ও সরকারী শামছুল হক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদকে তার বাড়ী থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে তার পরিবার থানা, ডিবি পুলিশ, র‌্যাব ও জেলা কারাগারে খোঁজ নিয়ে হদিস করতে না পেরে শংকিত হয়ে পড়ে। শুক্রবার (১০ এপ্রিল) রাসেল মাহমুদের পিতা সাইফুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতী থানায় ছেলের নিখোঁজের বিষয়ে জিডি করতে গেলে জিডি না নিয়ে তাকে ফিরিয়ে দেয়া হয়। এতে করে তার পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্নের মধ্যে পড়ে যায়।

আমাদের এ প্রতিবেদকের সাথে কথা হয় নিখোঁজ রাসেল মাহমুদের মা রওশন আরা বেগমের সাথে। তিনি খাওয়া-দাওয়া বাদ দিয়ে সারাদিন কান্নাকাটিতে ছেলের একটি ছবি নিয়ে বাড়িতে বিলাপ করছেন। মাঝে মধ্যে ছেলের পোশাক বের করে লোকদের দেখিয়ে হাউ-মাউ করে কেঁদে উঠছেন। তিনি বলছেন, আমার ছেলে কোন অন্যায় করে না। এর আগেও আমার ছেলেকে জলিলরা হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আমি আমার ছেলেকে আমার বুকে ফেরত চাই।

রাসেল মাহমুদের পিতা সাইফুল ইসলাম জানান, গত দুই দিন ধরে হন্যে হয়ে ছেলেকে কোন জায়গায় না পেয়ে হতাশ হয়ে গেছি। আমার ছেলে অন্যায়ের প্রতিবাদকারী। এটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের কোন শক্রু আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লৌহজং (বংশাই) নদী জবর-দখল করে আমাদের প্রায় দুই’শ একর জমি থেকে অবৈধভাবে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বালু উত্তোলনের চেষ্টা করে। নদীগর্ভে এলাকার ঘর-বাড়ি ও বহু ফসলি জমি বিলীন হওয়ার আশংকায় আমার পুত্রের নেতৃত্বে এলাকার শত শত মানুষ অবৈধ বালু উত্তোলনে বাঁধা সৃষ্টি করে। এটা থেকেই শক্রুতা ও দ্বন্দ্বের যোগসূত্র আছে বলে আমি মনে করি।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল মতিন বলেন, রাজনৈতিক কারনে রাসেল মাহমুদকে গুম করা হতে পারে। রাসেল এলাকায় খুব জনপ্রিয়। এলাকার মানুষের যে কোন সমস্যায় সে সব সময় ঝাপিয়ে পড়তো। এলেঙ্গা সহ পার্শ্ববর্তী এলাকায় বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলকে সুসংগঠিত করায় সরকারী দলের লোকজনও তার উপর ক্ষিপ্ত ছিল।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, রাসেল বিএনপির লোক। সে একজন সন্ত্রাসী। সব সময় রাসেল সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। এছাড়া সে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। আমি সরকারি দলের লোক, এজন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তার পরিবার।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আমি বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যরা রাসেল মাহমুদকে নিয়ে আসেনি। তাঁর বিষয়ে খোঁজ অব্যাহত আছে। রাসেল মাহমুদের পিতার জিডি গ্রহন করা হয়নি এমন প্রশ্ন করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

অপরদিকে, রাসেল মাহমুদ নিখোঁজ হওয়ার পর থেকে এলাকার মানুষও সোচ্চার হয়েছে। তার সন্ধানের দাবীতে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ গণস্বাক্ষর দিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

উল্লেখ্য, রাসেল মাহমুদ ২০১৫ সালে সরকারী শামছুল হক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর ২০১৮ সালেও দ্বিতীয় মেয়াদে একই কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। রাসেল মাহমুদ ছাত্রদল নেতা আতিকুর রহমান হত্যা মামলার আসামী। রাসেল মাহমুদের পরিবারের অন্যান্য সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত। ইতিপূর্বেও রাসেল মাহমুদ সন্ত্রাসীদের হাতে একবার অপহরণের শিকার হয়েছিল। তাকে ৫ দিন আটকে রেখে নির্মম নির্যাতন করে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তার পরিবার জড়িতদের বিরুদ্ধে মামলা করতে ব্যর্থ হয়।




Leave a Reply

Your email address will not be published.