সমাজের আলো : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্লাবটিকে সার্ভিস দিতে আগামী মে মাস পুরোটাই থাকতে হতে পারে কাটার মাস্টারকে। এদিকে একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই আভাস দিয়েছিলেন, লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে প্রয়োজন হলে আইপিএল ছেড়ে ফিজকে খেলতে হবে দেশের হয়ে। এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখেও শোনা গেল একই কথা।মুস্তাফিজুর রহমান অভিষেক টেস্টেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে আশার পালে দিয়েছিলেন হাওয়া। একজন জেনুইন টেস্ট বোলার পাওয়ার প্রত্যাশায় বুকবাঁধা বাংলাদেশের আশাভঙ্গে সময় লাগেনি খুব একটা অবশ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে অভিষেকের পর সাত বছরে মাত্র ১৪ টেস্টেই থমকে আছে মুস্তাফিজের টেস্ট ক্যারিয়ার। সবাই যখন মুস্তাফিজকে টেস্টের আঙিনায় দেখতে চায় মুস্তাফিজ তখন ব্যস্ত ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রঙিন জগতে। আইপিএলে ব্যস্ত মুস্তাফিজ কি আর আদৌ টেস্ট খেলতে চান -এমন প্রশ্নের উত্তর দেওয়ার সময় না এলেও কাটার মাস্টার ইঙ্গিত দিচ্ছেন অন্য ফরম্যাটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে লাল বলের ক্রিকেটে ফিরতে আগ্রহী নন আর।




Leave a Reply

Your email address will not be published.