সমাজের আলো : পিএসজিতে নাম লেখানোর পর কাল রাতে প্রথম গোল পেলেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটিতে যত দ্রুত সম্ভব নিজের গোলের খাতা খোলা দরকার ছিল—সেটি করতে পেরে আনন্দিত মেসি।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর কাল চতুর্থ ম্যাচটি খেলতে নেমেছিলেন মেসি। ফ্রেঞ্চ লিগে দুটি ম্যাচ খেলেছেন, চ্যাম্পিয়নস লিগে দুটি। নতুন ক্লাব বলেই হয়তো এই ম্যাচগুলোতে মেসি ঠিক নিজের মতো করে জ্বলে উঠতে পারেননি। তার পরও গোল পেয়ে যেতে পারতেন আগেই। ক্রসবার তাঁর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুটি ম্যাচে। গোল কেন পাচ্ছেন না—এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কাল গোল পেয়ে সেসব আলোচনায় আপাতত রাশ টানতে পেরেছেন আর্জেন্টাইন তারকা।প্রথম গোল পেয়ে নিজের আনন্দটা চেপে রাখতে পারেননি মেসি। বোঝাই গেল, গোল পেতে কতটা মরিয়া ছিলেন তিনি, ‘আমি খুবই খুশি যে গোল করতে পেরেছি।’

নতুন জায়গা, নতুন দল, একঝাঁক নতুন সতীর্থ। দীর্ঘদিনের ক্লাব ছেড়ে আসার পর এসবের সঙ্গে মানিয়ে নেওয়া—কাজটা সহজ নয় মেসির মতো তারকার জন্যও। ব্যাপারটি আবারও তুলে ধরেছেন তিনি, ‘আমি পিএসজিতে আসার পর খুব বেশি ম্যাচ খেলিনি। পার্ক দেস প্রিন্সেসে এটা আমার দ্বিতীয় ম্যাচ। আমি ধীরে ধীরে আমার নতুন পরিবেশ, নতুন ক্লাব আর নতুন সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *